২০২৪সোমবারের মধ্যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার আল্টিমেটাম
- আপডেট সময় : ০২:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করার জন্য আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেয়া হয়।
এতে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে এই দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসলেও এখনও তা কার্যকর করা হচ্ছে না।
আন্দোলনকারী শিক্ষার্থীরা এসময় অভিযোগ করেন, কিছুদিন আগে প্রজ্ঞাপনের কথা বলা হলেও এখনও সে বিষয়ে সিদ্ধান্ত আসেনি। তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে বয়সসীমা ৩৫ করার দাবিটি মেনে নিতেই হবে।
এই দাবিতে সোমবার শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দেয় এই আন্দোলনের সঙ্গে যুক্ত চাকরি প্রত্যাশীরা।
দাবি মেনে আগামিকালের (সোমবার) মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
গত ৩০শে সেপ্টেম্বর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার।
ওই কমিটি গত সপ্তাহে চাকরিতে প্রবেশে পুরুষদের বয়সসীমা ৩৫ এবং নারীদের ক্ষেত্রে তা ৩৭ বছর করার সুপারিশ করেছে।