ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম... সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে...

স্লোগান, মিছিলে মুখর সোহরাওয়ার্দী উদ্যান, ছাত্রলীগের ছাত্রসমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ৬ বার পড়া হয়েছে

মাথায় কমলা রঙের টুপি পরে মিছিল নিয়ে যাচ্ছেন একদল নেতা-কর্মী। টুপির সামনের দিকে ওপরের অংশে ‘সাভার উপজেলা ছাত্রলীগ আর নিচে আতিক’ লেখা। সাভার থেকে ঢাকার বিভিন্ন পথে চলাচলকারী বাসে করে নেতা-কর্মীরা আসেন। কথা বলে জানা গেল, তাঁরা সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের অনুসারী।মাথায় বিভিন্ন রঙের টুপি, বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যান্ড, একই রঙা টি-শার্ট পরে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন। মিছিল, স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থলসহ উদ্যানের চারপাশের সড়ক।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এই ছাত্রসমাবেশ করা হচ্ছে। সারা দেশ থেকে অন্তত পাঁচ লাখ শিক্ষার্থী এতে যোগ দেবেন বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।আজ শুক্রবার বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে এই ছাত্রসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। ছাত্রলীগ বলেছে, এই সমাবেশের মধ্য দিয়ে ছাত্রসমাজ উচ্চারণ করবে, ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা।

বেলা সোয়া দুইটার দিকে গুলিস্তান-ধামরাই পথে চলাচলকারী একটি বাস থেকে নামছিলেন একদল নেতা-কর্মী। সবার মাথায় আকাশি নীল রঙের টুপি। তাঁরা ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতা-কর্মী। পরে মিছিল নিয়ে তাঁরা টিএসসির দিকে রওনা করেন।

টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় দেখা যায় বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা, উপজেলা ইউনিট থেকে নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। উদ্যানের প্রবেশমুখে বেশ ভিড়। সাউন্ডবক্সে গান বাজিয়ে, স্লোগান দিয়ে উল্লাস করছেন।

বাংলাদেশের জাতীয় পতাকা ও বাংলাদেশ ছাত্রলীগের বিশাল পতাকা নিয়ে উপস্থিত হয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁদের এক নেতা গাজী ইমদাদুল হক বলেন, স্মরণকালের সবচেয়ে বড় ছাত্রসমাবেশে যোগ দিতে তাঁরা কয়েক হাজার নেতা-কর্মী ঢাকায় এসেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

স্লোগান, মিছিলে মুখর সোহরাওয়ার্দী উদ্যান, ছাত্রলীগের ছাত্রসমাবেশ

আপডেট সময় : ০৬:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

মাথায় কমলা রঙের টুপি পরে মিছিল নিয়ে যাচ্ছেন একদল নেতা-কর্মী। টুপির সামনের দিকে ওপরের অংশে ‘সাভার উপজেলা ছাত্রলীগ আর নিচে আতিক’ লেখা। সাভার থেকে ঢাকার বিভিন্ন পথে চলাচলকারী বাসে করে নেতা-কর্মীরা আসেন। কথা বলে জানা গেল, তাঁরা সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের অনুসারী।মাথায় বিভিন্ন রঙের টুপি, বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যান্ড, একই রঙা টি-শার্ট পরে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন। মিছিল, স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থলসহ উদ্যানের চারপাশের সড়ক।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এই ছাত্রসমাবেশ করা হচ্ছে। সারা দেশ থেকে অন্তত পাঁচ লাখ শিক্ষার্থী এতে যোগ দেবেন বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।আজ শুক্রবার বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে এই ছাত্রসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। ছাত্রলীগ বলেছে, এই সমাবেশের মধ্য দিয়ে ছাত্রসমাজ উচ্চারণ করবে, ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা।

বেলা সোয়া দুইটার দিকে গুলিস্তান-ধামরাই পথে চলাচলকারী একটি বাস থেকে নামছিলেন একদল নেতা-কর্মী। সবার মাথায় আকাশি নীল রঙের টুপি। তাঁরা ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতা-কর্মী। পরে মিছিল নিয়ে তাঁরা টিএসসির দিকে রওনা করেন।

টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় দেখা যায় বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা, উপজেলা ইউনিট থেকে নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। উদ্যানের প্রবেশমুখে বেশ ভিড়। সাউন্ডবক্সে গান বাজিয়ে, স্লোগান দিয়ে উল্লাস করছেন।

বাংলাদেশের জাতীয় পতাকা ও বাংলাদেশ ছাত্রলীগের বিশাল পতাকা নিয়ে উপস্থিত হয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁদের এক নেতা গাজী ইমদাদুল হক বলেন, স্মরণকালের সবচেয়ে বড় ছাত্রসমাবেশে যোগ দিতে তাঁরা কয়েক হাজার নেতা-কর্মী ঢাকায় এসেছেন।