ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম... সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে...

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে আগুন দিয়ে বিএনপির বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১৮ বার পড়া হয়েছে

দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল আটটার দিকে এই বিক্ষোভ কর্মসূচি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির ও সাধারণ সম্পাদক আক্তারুল আলমের নেতৃত্বে সকালে এমসি বাজারে বিক্ষোভ মিছিলটি হয়। এতে অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে টায়ারে আগুন দেন। এ সময় লাঠিসোঁটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। এরপর তাঁরা এমসি বাজার থেকে মাওনার দিকে মিছিল করতে করতে এগিয়ে যান। সড়কে টায়ার জ্বালানোয় ও বিক্ষোভ মিছিলের কারণে সেখানে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী অবরোধের সমর্থনে তাঁরা মিছিল করেছেন। পুলিশি হয়রানি, গ্রেপ্তার আতঙ্ক ও সরকারদলীয় লোকজনের হামলার মতো ভীতিকর পরিস্থিতির মধ্যেও তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন।
মাওনা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, ‘এ ধরনের কোনো খবর পাইনি। যান চলাচলে বিঘ্ন ঘটেনি। পুলিশ মহাসড়কে তৎপর আছে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে আগুন দিয়ে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় : ০৪:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল আটটার দিকে এই বিক্ষোভ কর্মসূচি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির ও সাধারণ সম্পাদক আক্তারুল আলমের নেতৃত্বে সকালে এমসি বাজারে বিক্ষোভ মিছিলটি হয়। এতে অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে টায়ারে আগুন দেন। এ সময় লাঠিসোঁটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। এরপর তাঁরা এমসি বাজার থেকে মাওনার দিকে মিছিল করতে করতে এগিয়ে যান। সড়কে টায়ার জ্বালানোয় ও বিক্ষোভ মিছিলের কারণে সেখানে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী অবরোধের সমর্থনে তাঁরা মিছিল করেছেন। পুলিশি হয়রানি, গ্রেপ্তার আতঙ্ক ও সরকারদলীয় লোকজনের হামলার মতো ভীতিকর পরিস্থিতির মধ্যেও তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন।
মাওনা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, ‘এ ধরনের কোনো খবর পাইনি। যান চলাচলে বিঘ্ন ঘটেনি। পুলিশ মহাসড়কে তৎপর আছে।’