বিএনপির মহাসমাবেশের আগে গাজীপুরে গ্রেপ্তার ১৯

- আপডেট সময় : ০১:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
ঢাকায় কাল শনিবার বিএনপির মহাসমাবেশের আগে গাজীপুরে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের টঙ্গী, কালিয়াকৈর ও জয়দেবপুর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
গাজীপুর জেলা বিএনপির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপির নেতা-কর্মী। কাল বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে। যাঁদের বাড়িতে পাওয়া যাচ্ছে, তাঁদের ধরে এনে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।
তবে পুলিশ বলছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করছে এবং তা চলমান থাকবে।
গত দুই দিনে গাজীপুরের টঙ্গী, কালিয়াকৈর ও জয়দেবপুর এলাকা থেকে পুলিশ অন্তত ৬৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জেলা বিএনপির নেতাদের দাবি।
গাজীপুর জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, ‘ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের কারণে পুলিশ গত রাতে অনেক নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালিয়েছে। যাঁদের বাড়িতে পেয়েছে, তাঁদেরই ধরে নিয়ে এসেছে। তবে আমাদের বেশির ভাগ নেতা-কর্মী এখন ঢাকায় অবস্থান করছেন।’
বিএনপির মহাসমাবেশকে ঘিরে ধরপাকড়ের কথা অস্বীকার করেছে পুলিশ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৫ জনকে আটক করা হয়েছে। তাঁরা পুরোনো মামলার পলাতক আসামি।’
জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন বলেন, তাঁর থানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।