ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম... সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে...

বঙ্গবন্ধু রেল সেতুর পন্য নিয়ে ভিয়েতনাম থেকে মোংলা বন্দরে এলো এমভি কেএমসি মিরাকেল

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট।
  • আপডেট সময় : ০৬:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ৬১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে এমভি কেএমসি মিরাকেল নামক একটি বানিজ্যিক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটায় জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে গেল ২১ আগষ্ট ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে কোরিয়ান পতাকাবাহী এই জাহাজটি মোংলা বন্দরের উদ্দ্যেশে ছেড়ে আসে।
এমভি কেএমসি মিরাকেল নামক বিদেশী জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজটিতে ১৮০ প্যাকেজের প্রায় ১৫৫৮ মেট্রিক টন সেতুর মূল অবকাঠামোর মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল খালাস শেষে নৌপথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে ।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সুত্রে জানাযায়,দ্রুততম সময়ে জাহাজ থেকে আমদানী পন্য খালাশেষে বানিজ্যিক জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।
এর আগে গেল ১৪ আগষ্ট এমভি হুয়াইয়ন হো নামক একটি বানিজ্যিক জাহাজে করে আনা ৭শ মেট্রিক টন সেতুর মূল অবকাঠামোর মালামাল মোংলা বন্দরে খালাস করা হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বঙ্গবন্ধু রেল সেতুর পন্য নিয়ে ভিয়েতনাম থেকে মোংলা বন্দরে এলো এমভি কেএমসি মিরাকেল

আপডেট সময় : ০৬:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে এমভি কেএমসি মিরাকেল নামক একটি বানিজ্যিক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটায় জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে গেল ২১ আগষ্ট ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে কোরিয়ান পতাকাবাহী এই জাহাজটি মোংলা বন্দরের উদ্দ্যেশে ছেড়ে আসে।
এমভি কেএমসি মিরাকেল নামক বিদেশী জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজটিতে ১৮০ প্যাকেজের প্রায় ১৫৫৮ মেট্রিক টন সেতুর মূল অবকাঠামোর মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল খালাস শেষে নৌপথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে ।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সুত্রে জানাযায়,দ্রুততম সময়ে জাহাজ থেকে আমদানী পন্য খালাশেষে বানিজ্যিক জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।
এর আগে গেল ১৪ আগষ্ট এমভি হুয়াইয়ন হো নামক একটি বানিজ্যিক জাহাজে করে আনা ৭শ মেট্রিক টন সেতুর মূল অবকাঠামোর মালামাল মোংলা বন্দরে খালাস করা হয়েছিলো।