প্রথমবারের মতো সৌদি সফরে গেলেন ইসরায়েলের মন্ত্রী

- আপডেট সময় : ০৯:১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
সৌদি আরব সফরে গেছেন ইসরায়েলের পর্যটনমন্ত্রী হাইম কাৎজ। তিনি সৌদি সফর করা ইসরায়েলের প্রথম কোনো মন্ত্রী। গতকাল মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান তিনি। জাতিসংঘের বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই সফর। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয়।
হাইম কাৎজের দুই দিনের এই সফর ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি আনুষ্ঠানিক ক্ষেত্র তৈরি করছে। আর এতে মধ্যস্থতা করছে জাতিসংঘ। কাৎজের সঙ্গে ইসরায়েলের পর্যটনমন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল রয়েছে।
এক বিবৃতিতে হাইম কাৎজ বলেছেন, পর্যটন দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধ অর্জন সম্ভব। তিনি আরও বলেন, ‘ইসরায়েলের হয়ে পর্যটন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আমি কাজ করব।’
ইসরায়েলের মন্ত্রীর ওই সফরের বিষয়টি নিশ্চিত করেনি সৌদি আরব। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের মিত্র ইসরায়েল ও সৌদি আরবকে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার অনুরোধ করেছে। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে সম্প্রতি ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কেরও উদাহরণ দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগের সমালোচনা করেছে ফিলিস্তিন। তাদের অভিযোগ এর মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে।