বিজ্ঞপ্তি ::
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু পেকুয়ায়

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের নতুনপাড়া এলাকার একটি পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া দুই শিশু হলো নতুনপাড়া এলাকার সৌদি আরবপ্রবাসী সাইফুল ইসলামের মেয়ে সায়েমা আকতার (৪) ও নুরুল আজিমের মেয়ে নাজমা মণি (৪)।
টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, গতকাল বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশে পুকুরের পাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে কখন তারা পুকুরে ডুবে যায়, কেউ খেয়াল করতে পারেনি। সন্ধ্যার পর তারা ঘরে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের এক কোনায় দুজনের লাশ ভেসে থাকতে দেখা যায়। স্বজনেরা লাশ দুটি উদ্ধার করে। পরে রাতেই জানাজা শেষে দুজনের লাশ দাফন করা হয়।