পাচার হওয়া অর্থ ফেরত পাঠাতে বিদেশিদের অনুরোধ রাষ্ট্র সংস্কার আন্দোলনের

- আপডেট সময় : ০৫:১৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে সংগঠনটির নেতারা এ আহ্বান জানান।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘পাচার করা টাকা যেসব দেশে রাখা হয়েছে, তাদের অনুরোধ করছি যে আমাদের দেশের চোরেরা আপনাদের দেশে টাকা জমা করেছে। টাকাগুলো আমাদের ফেরত দিন। এগুলো আমাদের জনগণের টাকা। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালুর জন্য আপনারা সহায়তা করতে চাইছেন, সে জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু এই সহযোগিতা স্থায়ীভাবে তখনই করা সম্ভব, যখন আমাদের চোরদের পাচারকৃত অর্থ জব্দ করে আপনারা বাংলাদেশে ফেরত দেবেন।’
রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির সদস্য লিটন কবিরাজ বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোট ডাকাতে পরিণত হয়েছে। তারা মানুষের বাগ্স্বাধীনতা হরণকারী, অর্থ পাচারকারী। উচিত কথা বলতে গেলে তারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, গুম-খুন করে। দেশের ২০ শতাংশ মানুষও তাদের ক্ষমতায় দেখতে চায় না।
সমাবেশে অন্যদের মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য শামসুল হক, হাবিবুর রহমান, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সমন্বয়ক মাসকুর রাতুল প্রমুখ বক্তব্য দেন। সমাবেশের পর শাহবাগে সংক্ষিপ্ত মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।