রমনা থানার পুলিশ যে মামলার সূত্র ধরে এই চক্রের সন্ধান পেয়েছে, সেই মামলাটির বাদী ছিলেন খলিফা আশরাফ উদ্দিন। মামলায় আশরাফ অভিযোগ করেন, ২০ জুলাই তাঁর মুঠোফোন নম্বর দিয়ে বিক্রয় ডটকমে একটি অ্যাকাউন্ট খোলেন। সেখানে আইফোন–১৩ বিক্রির একটি বিজ্ঞাপন দেন।
সেখানে আইফোনটির দাম ৮১ হাজার টাকা উল্লেখ করা হয়। সেই বিজ্ঞাপন দেখে ফোনটি কেনার কথা বলে একজন কল করেন। দুই পক্ষের মধ্যে আলোচনায় ফোনটির দাম ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়। পরে ২৪ জুলাই রমনার মৌচাক এলাকার একটি মার্কেটের সামনে ওই তিন ব্যক্তির সঙ্গে দেখা করেন তিনি। তাঁরা মুঠোফোনটি হাতে নিয়ে দেখেন। এরপর কিনবেন বলে রবার দিয়ে আটকানো এক হাজার টাকার একটি বান্ডিল তাঁকে গণনা করতে দেন।
টাকা গণনা শেষ হলে এক–দুই হাজার টাকা কম নেওয়া নিয়ে কথা বলে সময়ক্ষেপণ করেন। ‘টাকা কম নেব না’ বললে তিনজনের একজন রবার লাগিয়ে দেওয়ার কথা বলে টাকাগুলো নেন। আবার টাকা দিলে তিনি না দেখেই তা পকেটে রাখেন। মুঠোফোন বিক্রি শেষে একটি খাবারের দোকানে যান। খাওয়া শেষে বিল দিতে গিয়ে টাকার ব্যান্ডিল বের করে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।