জোরপূর্বক জমি দখল, গাছ কর্তনের প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০১:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও গাছ কেটে ফেলার প্রতিবাদে এবং পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের শান্তিমোড়ে একটি অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা শহরের নামোশংকরবাটি বেনিপাড়া এলাকার মৃত সুকুর উদ্দিনের পরিবার।শংকরবাটি মৌজার ১৭৩৭ নম্বর আরএস খতিয়ানের ২৮৮০ নম্বর দাগের পৌণে ৮ কাঠা জমির মালিক মৃত সুকুর উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি অভিযোগ করেন, পৈতৃক সূত্রে পাওয়া আমাদের জমিগুলো দখল করতে দীর্ঘদিন ধরে নানারকম হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছে নামোশংকরবাটি চৌমহনী এলাকার মৃত আফসার কাজীর ছেলে শহিদুল, মেরাজুল, তরিকুল, শহিদুল ইসলামের ছেলে জলিলসহ তাদের লোকজন। এমনকি গত ৩০ আগষ্ট লোকজন নিয়ে জোরপূর্বক দখল করে এবং আমগাছ কেটে ফেলে তারা।তদন্ত করতে গিয়ে টাকা দাবির অভিযোগ অস্বীকার করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের তহসিলদার আহসান হাবীব। তিনি বলেন, এগুলো ভিক্তিহীন ও বানোয়াট অভিযোগ। এসবের সাথে আমার কোন সম্পর্ক নেই।এদিকে, অভিযুক্ত শহিদুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
#
মোঃ আব্দুল ওয়াহাব
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
০১৭২৪৮৪১২৫০
২০/০৯/২৩