চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক আজিজুন হোক হত্যা মামলায় ইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের করা দন্ডের আদেশ

- আপডেট সময় : ০৬:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫৮ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক আজিজুন হোক হত্যা মামলায় ইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের করা দন্ডের আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ প্রদান করেন অতিরিক্ত জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম।
দণ্ড প্রাপ্ত আসামিরা হচ্ছে মোহাম্মদ হোছাইন চাঁপাইনবাবগঞ্জ এর সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন এর চড় বারোশিয়া গ্রামের মগের আলীর ছেলে এবং একই গ্রামের মইজুদ্দিনের ছেলে আবুল। মামলার সংক্ষিপ্ত বিবরণ ও রাষ্ট্র পক্ষের কৌশলী রবিউল ইসলাম রোবু জানান ,জমি জমা সংক্রান্ত জমি জমার রেশ ধরে ২০০৫ সালের ১৩ই নভেম্বর সকাল ৮টার সময় নিজ বাড়ি থেকে প্রধান শিক্ষক আজিনুল হোক ইস্কুলের মিটিং এ যাবার পথে কষ্টরা মাঠে প্রতিপক্ষ হুমায়ন গংরা হাসুয়া কপি দিয়ে তাকে গুরুতর আহত করে। পরে সদর হাসপাতালে তার মৃত্যু হয়। পরে এ নিয়ে ঘটনায় নিহতের ছেলে আনোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় তদন্ত করি কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আহসানুল হোক ১৮ জন কে অভিযুক্ত করে ২০০৮ সালের ৭ই জানুয়ারী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।দীর্ঘ সাক্ষ প্রমান শেষে আজ দুপুরে বিজ্ঞ বিচারক মোহাম্মদ হুমায়ন ও আব্দুল বাড়িকে উপরুক্ত রায়ে দণ্ডিত করেন এবং ১৬ জনকে বেখুসুর খালাস দেন.
#
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল ওহাব