চাঁপাইনবাবগঞ্জে সুবিধাভোগিদের নিয়ে মতবিনিময়

- আপডেট সময় : ১২:৩৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ৫১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, ইসলামপুর ইউ চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ। এ সময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের সামাজিক সুরক্ষায় নানান পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়ন করা হয়েছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে আবারও আওয়ামীলীগ সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান।