ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম... সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে...

চট্টগ্রামে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরে সিনিয়র–জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে আবদুর রহমান ওরফে সুজন (২০) নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে খুলশী থানার সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে আবদুর রহমানকে ছুরিকাঘাত করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত শিক্ষার্থীর আত্মীয় মো. সুহান প্রথম আলোকে বলেন, কেন খুন হয়েছে, তা পুলিশকে জানানো হয়েছে। আবদুর রহমান নগরের একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুর রহমান ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ও নগর যুবলীগের সহসভাপতি মো. ওয়াসিম উদ্দীন চৌধুরী সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।
জানতে চাইলে মো. ওয়াসিম উদ্দীন চৌধুরী বলেন, এটি রাজনৈতিক খুন নয়। এলাকায় সিনিয়র–জুনিয়র দ্বন্দ্ব। সামান্য বিষয়ে কথা-কাটাকাটি থেকে এ ঘটনা ঘটেছে বলে শোনা গেছে।

নিহত আবদুর রহমান নোয়াখালীর সেনবাগ থানার সেনবাগ রাস্তার মাথা এলাকার মোহাম্মদ রিপনের ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট সময় : ০৫:০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রাম নগরে সিনিয়র–জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে আবদুর রহমান ওরফে সুজন (২০) নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে খুলশী থানার সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে আবদুর রহমানকে ছুরিকাঘাত করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত শিক্ষার্থীর আত্মীয় মো. সুহান প্রথম আলোকে বলেন, কেন খুন হয়েছে, তা পুলিশকে জানানো হয়েছে। আবদুর রহমান নগরের একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুর রহমান ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ও নগর যুবলীগের সহসভাপতি মো. ওয়াসিম উদ্দীন চৌধুরী সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।
জানতে চাইলে মো. ওয়াসিম উদ্দীন চৌধুরী বলেন, এটি রাজনৈতিক খুন নয়। এলাকায় সিনিয়র–জুনিয়র দ্বন্দ্ব। সামান্য বিষয়ে কথা-কাটাকাটি থেকে এ ঘটনা ঘটেছে বলে শোনা গেছে।

নিহত আবদুর রহমান নোয়াখালীর সেনবাগ থানার সেনবাগ রাস্তার মাথা এলাকার মোহাম্মদ রিপনের ছেলে।