চট্টগ্রামে ছিঁড়ে ফেলা হয়েছে বিএনপির কার্যালয়ের ব্যানার

- আপডেট সময় : ১০:১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ৯ বার পড়া হয়েছে
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চট্টগ্রামে বিএনপির কার্যালয়ের সামনের ফটকে লাগানো ব্যানার ছিঁড়ে ফেলেছেন কিছু লোক। ওই সময় লাঠিসোঁটা হাতে তাঁরা বিক্ষোভ করেন। এর আগে কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলেও পুলিশের বাধার কারণে পারেননি।
বুধবার দিবাগত রাত একটার দিকে নগরের কাজীর দেউড়িতে চট্টগ্রাম বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ অংশ নেওয়া ব্যক্তিদের অবরোধ ও বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তাঁরা ‘বিএনপির নেতারা, হুঁশিয়ার সাবধান’, ‘ছাত্রদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘জামায়াত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগান দেন। এ ছাড়া কার্যালয়ের সামনে বিএনপির কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শহীদুল ইসলাম রাতে প্রথম আলোকে বলেন, বিএনপি ও ছাত্রদল এবং তাদের অনুসারীরা আগুন-সন্ত্রাস করছে। বিএনপি জনসম্পৃক্ততা হারিয়ে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা ক্ষমতার লোভে জনগণের জানমাল নষ্ট করার জন্য চেষ্টা করছে।
শহীদুল অভিযোগ করে বলেন, বুধবার রাত পৌনে ১১টার দিকে বিএনপির লোকজন নগরের ওয়াসা মোড়ে পার্কিং করে রাখা দুটি যাত্রীবাহী বাসে আগুন দেন। এ ঘটনার প্রতিবাদে তাঁরা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষুব্ধ লোকজন বিএনপির কার্যালয়ের সামনের কিছু ব্যানার ছিঁড়ে ফেলেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা প্রথম আলোকে বলেন, কিছু লোকজন বিএনপির দলীয় কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। ওই সময় পুলিশ তাঁদের বাধা দিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে তাঁরা কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কিছু ব্যানার ছিঁড়ে ফেলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর ওয়াসা মোড়ে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।