ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম... সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে...

কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে আসছেন নেতা-কর্মীরা, সতর্ক পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ৫ বার পড়া হয়েছে

বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিতে আসতে শুরু করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বেলা ৩টায় কেরানীগঞ্জের জিনজিরা বাসরোড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, আজ সকাল থেকে সমাবেশের মঞ্চ প্রস্তুতের কাজ শুরু করা হয়। ঢাকার কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, সাভার, ধামরাই ও আশুলিয়া থেকে সমাবেশস্থলে দলীয় নেতা–কর্মীরা আসতে শুরু করেছেন। এদিকে সমাবেশস্থলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এতে আরও বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। সভাপতিত্ব করবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সঞ্চালনা করবেন দলটির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বলেন, ইতিমধ্যে ঢাকা জেলার ছয়টি উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী সমাবেশস্থলে আসছেন। বেলা তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দীন কবীর বলেন, বিএনপির কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ ঢাকা জেলার কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে দুটি সমাবেশের মধ্য দিয়ে এ ধাপের কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচি চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে তিন দিন কোনো কর্মসূচি রাখেনি দলটি। বিএনপির নতুন ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীকে ঘিরে আটটি সমাবেশ এবং ঢাকার বাইরে পাঁচটি বিভাগে রোডমার্চ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে আসছেন নেতা-কর্মীরা, সতর্ক পুলিশ

আপডেট সময় : ০৯:৫৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিতে আসতে শুরু করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বেলা ৩টায় কেরানীগঞ্জের জিনজিরা বাসরোড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, আজ সকাল থেকে সমাবেশের মঞ্চ প্রস্তুতের কাজ শুরু করা হয়। ঢাকার কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, সাভার, ধামরাই ও আশুলিয়া থেকে সমাবেশস্থলে দলীয় নেতা–কর্মীরা আসতে শুরু করেছেন। এদিকে সমাবেশস্থলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এতে আরও বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। সভাপতিত্ব করবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সঞ্চালনা করবেন দলটির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বলেন, ইতিমধ্যে ঢাকা জেলার ছয়টি উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী সমাবেশস্থলে আসছেন। বেলা তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দীন কবীর বলেন, বিএনপির কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ ঢাকা জেলার কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে দুটি সমাবেশের মধ্য দিয়ে এ ধাপের কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচি চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে তিন দিন কোনো কর্মসূচি রাখেনি দলটি। বিএনপির নতুন ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীকে ঘিরে আটটি সমাবেশ এবং ঢাকার বাইরে পাঁচটি বিভাগে রোডমার্চ।