ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম... সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে...

আজও কি বৃষ্টি হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ৯ বার পড়া হয়েছে

‘কোন ক্ষ্যাপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়’—বাইরে তাকালেই এখন মনে পড়ে রবি ঠাকুরের গানটি। মাঝ-আশ্বিনে এসে কয়েক দিন ধরে বৃষ্টি ঝরছে তো ঝরছেই। বৃষ্টিতে রাস্তাঘাটের জলাবদ্ধতায় রাজধানীবাসী নাকাল। বৃষ্টি আর জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছে দেশের উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী। বৃষ্টির কবল থেকে বাদ নেই ময়মনসিংহ ও সিলেট বিভাগও।

আজ শনিবার সকাল থেকে ঢাকার আকাশে রোদ উঁকিঝুঁকি দিচ্ছে। রোদের এই আনাগোনা দেখে মনে হচ্ছে, বৃষ্টির বিদায়ের সময় এসেছে। এমন ভাবনায় স্বস্তিও মিলছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া খবরও কিছুটা স্বস্তির। অধিদপ্তর বলছে, আজ শনিবার সারা দেশে বৃষ্টি কমে আসতে পারে। তবে ঢাকা, সিলেট, ময়মনসিংহের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। কাল রোববার থেকে বৃষ্টি আরও কমে স্বাভাবিক আবহাওয়া ফিরতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত বর্ষাকাল। কারণ, এ সময়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকে। অধিদপ্তর বলছে, আগামী সপ্তাহ থেকে বর্ষা মৌসুম বিদায় নিতে শুরু করবে। যাওয়ার আগে কিছুটা বৃষ্টি ঝরালেও তা খুব বেশি তীব্র হওয়ার আশঙ্কা নেই।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বোচ্চ ৪৭৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে, যা এ বছরে দেশের সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড।
এ ছাড়া গতকাল ময়মনসিংহে ৩৪০ ও নেত্রকোনায় ৩১১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। আর রাজধানীতে হয়েছে ৮০ মিলিমিটার। এর বাইরে সিলেট বিভাগের সব জেলায় ১০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, এর আগে সর্বোচ্চ বৃষ্টি হয় নোয়াখালীর হাতিয়ায়, ২০১৬ সালের ১১ অক্টোবর সেখানে ৪০৩ মিলিমিটার বৃষ্টি হয়। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয়েছিল ময়মনসিংহে, ১৯৭১ সালের ২ অক্টোবর ৩৮১ মিলিমিটার।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আজও কি বৃষ্টি হবে

আপডেট সময় : ০১:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

‘কোন ক্ষ্যাপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়’—বাইরে তাকালেই এখন মনে পড়ে রবি ঠাকুরের গানটি। মাঝ-আশ্বিনে এসে কয়েক দিন ধরে বৃষ্টি ঝরছে তো ঝরছেই। বৃষ্টিতে রাস্তাঘাটের জলাবদ্ধতায় রাজধানীবাসী নাকাল। বৃষ্টি আর জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছে দেশের উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী। বৃষ্টির কবল থেকে বাদ নেই ময়মনসিংহ ও সিলেট বিভাগও।

আজ শনিবার সকাল থেকে ঢাকার আকাশে রোদ উঁকিঝুঁকি দিচ্ছে। রোদের এই আনাগোনা দেখে মনে হচ্ছে, বৃষ্টির বিদায়ের সময় এসেছে। এমন ভাবনায় স্বস্তিও মিলছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া খবরও কিছুটা স্বস্তির। অধিদপ্তর বলছে, আজ শনিবার সারা দেশে বৃষ্টি কমে আসতে পারে। তবে ঢাকা, সিলেট, ময়মনসিংহের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। কাল রোববার থেকে বৃষ্টি আরও কমে স্বাভাবিক আবহাওয়া ফিরতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত বর্ষাকাল। কারণ, এ সময়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকে। অধিদপ্তর বলছে, আগামী সপ্তাহ থেকে বর্ষা মৌসুম বিদায় নিতে শুরু করবে। যাওয়ার আগে কিছুটা বৃষ্টি ঝরালেও তা খুব বেশি তীব্র হওয়ার আশঙ্কা নেই।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বোচ্চ ৪৭৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে, যা এ বছরে দেশের সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড।
এ ছাড়া গতকাল ময়মনসিংহে ৩৪০ ও নেত্রকোনায় ৩১১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। আর রাজধানীতে হয়েছে ৮০ মিলিমিটার। এর বাইরে সিলেট বিভাগের সব জেলায় ১০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, এর আগে সর্বোচ্চ বৃষ্টি হয় নোয়াখালীর হাতিয়ায়, ২০১৬ সালের ১১ অক্টোবর সেখানে ৪০৩ মিলিমিটার বৃষ্টি হয়। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয়েছিল ময়মনসিংহে, ১৯৭১ সালের ২ অক্টোবর ৩৮১ মিলিমিটার।